এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জ-শরণখোলা, বেনাপোল, খুলনা, যশোর রুটে পুনরায় সরাসরি পরিবহন গাড়ি চালুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
মঙ্গলবার সকাল ১০টায় ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন মোড়েলগঞ্জ-শরণখোলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, গত ৫ আগষ্টের পর শরণখোলা বেনাপোল রুটের একাধিক পরিবহন চলাচল বন্ধ করে দেয় বাগেরহাট মালিক সমিতি। স্থানীয় মালিকদের কোন্দলে দূর-পাল্লার এ পরিবহন বন্ধ হওয়ার কারনে ভোগান্তিতে পড়েছে মোরেলগঞ্জ ও শরণখোলা এ দুই উপজেলার হাজার হাজার মানুষ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে রোগীরা পড়েছে বিপাকে। অনতিবিলম্বে সাধারণ মানুষের এ দুর্ভোগ লাঘবের জন্য শরণখোলা, মোড়েলগঞ্জ-বেনাপোল রুটের বাস চালু করার জোর দাবি জানান মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি।
মানববন্ধনে বক্তৃতা করেন ব্যবসায়ী রোকনউদ্দিন, যুবদল নেতা ডালিম মুন্সী, যুবদল নেতা শাহিন বেপারী, হুমায়ুন কবির, ইসলামী আন্দোলন উপজেলা নেতা গিয়াস উদ্দিন, পলাশ হাওলাদারন, রুম্মান হাওলাদার, হালিম ফরাজী প্রমুখ।
তানহা আজমী