কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের দাবির মুখে গত ৯ আগস্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের জরুরি সভায় সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ হলেও রাজনৈতিক দলের নামে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন ছাত্রদল।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) মধ্যরাতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও যারা ক্যাম্পাসে রাজনৈতিক পোস্টার লাগিয়েছে, তারা অপরাধ করেছে। তাদের শাস্তির আওতায় আনতে হবে। এ বিষয়ে বিশ্বিবদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে বলে আমাদের জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বিবদ্যালয়ের প্রক্টর (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ হানিফ বলেন, ' রাতের আঁধারে এই সব পোস্টার লাগানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কোনো প্রকার রাজনৈতিক ব্যানার পোস্টার এবং সভা সমাবেশ করা সম্পূর্ণ বিশ্বিবদ্যালয় আইন পরিপন্থী। আমরা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
সময় জার্নাল/এলআর