রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। জেলা বিএনপি’র বিলুপ্ত ও বিবদমান দুটি গ্রুপ আলাদা আলাদা ভাবে এই দিবসটি পালন করে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে দাদা মোড় থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে কলেজ মোড়ের বটতলায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি আব্দুল আজিজ, সাবেক যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিপ্লবসহ অন্যান্যরা।
এর আগে জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে ঘোষপাড়া থেকে একটি বিশাল রেলি শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তফা, বিএনপি নেতা আজিজুল হক, শাহানুর আশরাফ জুয়েল, রোকনুজ্জামান রোকন, ঝিনুক, কৃষকদলের রিপন, রুকুসহ অন্যান্যরা।
সমাবেশে আওয়ামীলীগ সরকারের আমলে সকল হত্যাকান্ডের বিচার দাবি করেন বক্তারা। এসময় ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের সমারিক বাহিনীর শৃংখলা ফিরিয়ে এনে দেশের হাল ধরেন শহীদ জিয়া। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মেনে দেশ গড়ার পত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সময় জার্নাল/এলআর