এহসান রানা, ফরিদপুরঃ
ফরিদপুরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঝর্না রানী সাহার বিরুদ্ধে শ্রেনী কক্ষে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ক্লাস চলাকালীন সময়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে কটুক্তি করায় স্কুলের সভাপতি , জেলা প্রশাসকের নিকট তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবার জন্য নবম শ্রেণীর ছাত্রী আদিলা , রাত্রি , সাদিয়া ও নুসরাত সহ মোট ১১ জন শিক্ষার্থীরা ২৪ শে অক্টোবর ২৪ ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
দায়েরকৃত লিখিত অভিযোগে, মক্কা ঘরের মধ্যে শিব ঠাকুরের স্মৃতি রয়েছে , হাজিরা হিন্দু ধর্মের পুরোহিত ও ঠাকুরদের ন্যায় একই পোশাক পরে তাওয়াফ করে , কলকাতার মেয়েরাও তো প্যান্ট পরে তাদের দিকে কেউ তাকায় না । অথচ বোরকা পরা মেয়েদের এতো সমস্যা , কারণ ওরা বোরকা পড়েও নোংরামি করে , মুসলমানরা লোজ দেখানোর জন্য কোরবানি দেয় , আমাদের প্রিয় নবী নাকি লোকনাথের কাছে গীতা পড়া শিখেছিলেন সহ মোট ৬ টি অভিযোগ উল্লেখ করা হয় ।
অভিযোগের ব্যাপারে স্কুল শিক্ষিকা ঝর্না রানী সাহা জানান , আমি ইসলাম ধর্ম ও নবীজীর বিষয়ে কটুক্তি করে কোন কথা বলিনি । আমি বলেছি আমাদের মানুষের সৃষ্ট কর্তা একজনই এবং কিছু কিছু পোষাক সকল ধর্মের একই ধরণের পছন্দ । তারমধ্যে উল্লেখযোগ্য সাদা পোষাক ।
তিনি আরো জানান , আমার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো ষড়যন্ত্রমুলক ।
উল্লেখ্য , বিশ্বস্ত সুত্রে জানা যায় , জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে ।
এমআই