মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

রাস্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
রাস্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে

পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:

রাস্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের মূলকথা সংখ্যা গরিষ্ঠের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত সুস্থ ধারার জনকল্যাণমূখী রাজনীতি। তাই রাস্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশকে দূর্বৃত্তায়িত রাজনীতির কবল থেকে মুক্ত করে আদর্শভিত্তিক জনকল্যাণমূখী রাজনীতি ফিরিয়ে আনতে হবে।

গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ’সুজন’ বাইশ বছর ধরে নাগরিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। ১২ নভেম্বর মঙ্গলবার সকালে মোংলাপোর্ট পৌরসভা চত্বরে সুজন-সুশাসনের জন্য নাগরিক’র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ’সুজন’ মোংলা আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।

মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন ’সুজন’ মোংলার সাধারণ সম্পাদক মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। মানববন্ধন ্ও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল, ’সুজন’ নেতা নাজমুল হক, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ’সুজন’ সংগঠক সুনীতি রায়, মাহারুফ বিল্লাহ, ইয়ুথ লিডার হাছিব সরদার, শাহিন খলিফা, আরাফাত আমীন দূর্জয়, ডলার মোল্লা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে। এখন অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাস্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের পর একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পন। সভাপতির বক্তব্যে সুজন সম্পাদক মোঃ নূর আলম শেখ বলেন জনআকাংখা অনুযায়ি দেশ এখন সংস্কারের পথে যাত্রা শুরু করেছে।

বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে, নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রনয়ণ করতে হবে। নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পুণঃপ্রবর্তনের আহ্বান জানাই। জনপ্রশাসন, পুলিশ, দুদকের মতো প্রতিষ্ঠান কোন দলের কাছে নয়, রাস্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে। গণমাধ্যম যাতে ভীতিমূক্ত পরিবেশে কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। স্থানীয় সরকারের কর্মকান্ডে সংসদ সদস্যের হস্তক্ষেপ নিষিদ্ধ করতে হবে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল