বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বিশ্ববিদ্যালয় ও মাইগ্রেশন বন্ধে যে নির্দেশনা দিল গুচ্ছ কর্তৃপক্ষ

বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
বিশ্ববিদ্যালয় ও মাইগ্রেশন বন্ধে যে নির্দেশনা দিল গুচ্ছ কর্তৃপক্ষ

কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে আগামী শুক্রবার ১৫ নভেম্বর রাত ১১:৫৯ টার GST ওয়েব সাইট এ লগইন করে মাইগ্রেশন বন্ধ করার নির্দেশনা দিয়েছেন গুচ্ছ ভর্তি কমিটি।

আজ বুধবার ( ১৩ নভেম্বর) GST গুচ্ছভুক্ত  আহবায়ক, টেকনিক্যাল উপ কমিটি এবং নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  উপর্যুক্ত বিষয়ে GST (জিএসটি) টেকনিক্যাল উপ কমিটির ৪১ তম সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২৩-২৪ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তিকৃত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় এবং বিষয় মাইগ্রেশন বন্ধ করতে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে আগামী ১৫ নভেম্বর ২০২৪ তারিখ, শুক্রবার, রাত ১১:৫৯ টার মধ্যে GST ওয়েব সাইট https://gstadmission.ac.bd/- এ লগইন করে মাইগ্রেশন বন্ধ করতে হবে।

উক্ত সময়ের পর মাইগ্রেশনে অন্য বিশ্ববিদ্যালয় বা বিষয় (সাবজেক্ট) পরিবর্তন হলে কোনভাবেই আর পূর্বের বিশ্ববিদ্যালয় বা বিষয়ে (সাবজেক্টে) ফেরা যাবে না।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল