শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে হচ্ছে ইউনিক আইডি কার্ড

বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে হচ্ছে ইউনিক আইডি কার্ড

নিজস্ব  প্রতিবেদকঃ

গণঅভ্যুত্থানে আহতদের একটি ইউনিক আইডি কার্ড থাকবে এবং সেটি তৈরি হওয়ার পর সব সুবিধা প্রাপ্তি নিশ্চিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সারাদেশে সরকারি হাসপাতালে ডেডিকেটেড বেড থাকবে। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণঅভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান তিনি।

ডা. সায়েদুর রহমান বলেন, আহতদের একটি ইউনিক আইডি কার্ড থাকবে। সেটি তৈরি হওয়ার পর সব সুবিধা প্রাপ্তি নিশ্চিত হবে। চিকিৎসার ক্ষেত্রে সব সরকারি প্রতিষ্ঠান থেকে সারাজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তি হবে সেখানেও পুরো বা আংশিক খরচ সরকার দিবে। এতদিন ব্যক্তিগতভাবে যত খরচ হয়েছে তার যথাযথ তথ্য দিলে ফেরত দেওয়া হবে। চোখ হারানোদের শিক্ষাগত যোগ্যতা ও সামর্থ্যের সঙ্গে যথাযথ প্রশিক্ষিত করে উনাকে ও পরিবারকে সহায়তা করা হবে। পঙ্গুত্ব বরণকারীদের সাধ্যমতো চিকিৎসা দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, যারা মানসিক ট্রমা আছে তাদের টেলিমেডিসিন নেটওয়ার্কের আওতায় আনা হবে। এরপর ৮টি ডিভিশনাল হেডকোয়ার্টারে যাদের প্রয়োজন সাইকোথেরাপি দেওয়া হবে। ১৭ নভেম্বরের পর একটি সাপোর্ট সেন্টার গঠন করা হবে যেখানে সব অভিযোগ দেওয়া যাবে। ঢাকায় বিশেষায়িত সেবা মিলবে। দেশে চিকিৎসা সেবা না থাকলে এবং বিজ্ঞানসম্মতভাবে সুপারিশ করা হলে বিদেশে চিকিৎসা নিশ্চিত করা হবে। ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কোনও স্থবিরতা ও আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না। কোনও গাফিলতি সহ্য করা হবে না। সব হাসপাতালে ফাস্টট্রাক  সার্ভিস পাবেন। ৫ কর্মদিবসের মধ্যে এসব কিছুর লিখিত রূপরেখা দেওয়া হবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে স্বল্পমেয়াদি ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হবে। রাষ্ট্রের অনেক সংকট মোকাবিলা করতে হচ্ছে। তবে অভ্যুত্থানে শহিদ ও আহতরা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বুধবার ভুল বোঝাবুঝি হয়েছে। রাতে গিয়ে সেটি নিরসন করা হয়েছে। তাদের সঙ্গে এর আগেও বসা হয়েছে। ফরমালি-ইনফরমালি নানা সময়ই তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে।

তথ্য উপদেষ্টা বলেন, শহিদ ও আহত সবাই রাষ্ট্র ও জাতির সঙ্গে সম্পর্কিত। রাজনৈতিক দলগুলোরও শহিদ আহতদের নিয়ে কাজ করা কর্তব্য। সবাই মিলে এ জাতীয় কর্তব্যে অবহেলা না করি। এই সরকারই আহত, শহিদ পরিবারদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে। এ বিশ্বাস তাদেরও আছে। যখন নির্বাচন নির্বাচন বলে রাজনৈতিক আলাপ আনা হয় তখন সবার মধ্যে অনাস্থা তৈরি করছে। এখনও হাসপাতালের বিছানায় অনেকে পড়ে আছে, আজকেও একজন শহিদ হয়েছেন। এমন অবস্থায় জাতীয় পরিসরে যেখানে শহিদ পরিবার ও আহতদের নিয়ে আলাপ থাকা দরকার ছিল সেখানে শুধু সরকারের ওপর দায় চাপিয়ে বাকিরা নির্বাচন, ওমক-তমুক বলার চেষ্টা করছে। সবার কাছে আহ্বান জানাব, জাতীয় ফোকাস শহিদ ও আহতদের প্রতি দেই।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান ছাড়া আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, উপদেষ্টা মাহফুজ আলম।

বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে এই বৈঠক শুরু হয়। যদিও বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। এসময় আহতরা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—

১. গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের অতিদ্রুত মন্ত্রী বা উপদেষ্টারা আহত হলে যে মানের চিকিৎসা দেওয়া হতো সে মানের চিকিৎসা দিতে হবে।
২. গণঅভ্যুত্থানে যারা আহত হয়ে নিজ খরচে চিকিৎসা নিয়েছেন, তাদের চিকিৎসা খরচ পরিশোধ করতে হবে।
৩. গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা কার্ডের মাধ্যমে একটি প্রজন্ম পর্যন্ত মাসিক ভাতা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৪. গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতি ফাউন্ডেশন নামে যাদুঘর নির্মাণ করে প্রতি বছর ১ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণে গণ-স্বাক্ষর কর্মসূচির আয়োজন করতে হবে।
৫. গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন ও আহত হয়ে যারা অঙ্গ হারিয়েছেন, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাদের মেডিকেল ফাইল তদন্ত করে কোনও ডাক্তার বা মেডিকেলের অবহেলার কারণ খুঁজে পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
৬. দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে সেই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
৭. আগামীতে রাষ্ট্র সংস্কারে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের মতামত গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, বুধবার (১৩ নভেম্বর) উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে অবস্থান নিয়েছিলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একাংশ। মাঝরাতেও তাদের বিক্ষোভ অবস্থান অব্যাহত থাকে। পরে রাত আড়াইটার দিকে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা সেখানে উপস্থিত হয়ে দাবি মানার এবং আহতদের প্রতিনিধি দলের সঙ্গে আজ দুপুরে বৈঠকের আশ্বাস দিলে হাসপাতালে ফিরে যেতে রাজি হন বিক্ষোভকারীরা। এরই ধারাবাহিকতায় আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল