এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়কে অবশেষে বদলি করলো স্বাস্থ্য অধিদপ্তর।
১৩ নভেম্বর (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে ৪৫.০১.০০০০.০০৪.২৫.০০১.২৪.১২১-৬৫৬ নং স্মারকে বিতর্কিত এ স্বাস্থ্য কর্মকর্তাকে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় বদলী করা হয়েছে। উল্লেখ্য, ডাঃ শর্মী রায়ের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তার পদত্যাগ দাবি করে ঝাড়ু মিছিল ও মানববন্ধন অব্যাহত রেখেছেন স্থানীয়রা।
গত ১ অক্টোবর মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতালের) সামনের সড়কে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে অংশগ্রহন করেন স্থানীয় নারী-পুরুষ।
এ সময় জনতা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও হাতে ঝাড়ু নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
গত কয়েকদিন ধরে আওয়ামী সরকারের দালাল আখ্যা দিয়ে এই স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে ফুলে ফুসে উঠেছেন স্থানীয় জনসাধারণ। এতো কিছুর পরে স্বাস্থ্য অধিদপ্তর এই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঝাড়ু মিছিলে অংশ নেওয়া জনসাধারণ। সম্প্রতি এ স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মী রায়ের বিরুদ্ধে জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রচার হওয়ায় নড়ে চড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। অবশেষে নানাবিধ অভিযোগের দায়ে তাকে বদলী করা হয়েছে বলেছে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
এ ব্যাপারে বাগেরহাট ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান বলেন, ডা. শর্মী রায়ের বদলী স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে অর্ডারের কপি আমরা পেয়েছি পাশাপাশি চিতলমারি উপজেলায় ঝাড়ু– মিছিল হয়েছে-এর সংবাদ আমরা শুনেছি।
তানহা আজমী