মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে ডাউন সিন্ড্রোমঃ সাইন্স এন্ড ফ্যাক্টস বিষয়ের উপর বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে মূল প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ডাঃ অজন্তা রাণী সাহা।
এ সময় তিনি জানান, ২০১৪ সাল থেকে ডাউন সিন্ড্রোম নিয়ে কাজ করছে বাংলাদেশ।
ডাউন সিন্ড্রোম নিজের ও সমাজের জন্য বোঝা। তাই তাদেরকে উপযুক্ত চিকিৎসা, সঠিকভাবে পরিচর্যা ও প্রশিক্ষণ দিতে পারলে তাহলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।
দিনাজপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে
প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ শেখ সাদেক আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এআরএম সুজা-উদ-দৌলা, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডাঃ শ্যামলী সাহা ও দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক এসোসিয়েট প্রফেসর ডাঃ এসএম ওয়ারেস আলী।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের গাইনোলজি বিভাগের সাবেক প্রফেসর ডাঃ জাহানারা বেগম মুন্নি, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজিস্ট ও ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব ডাঃ মোঃ জিয়াউল হক জিয়া প্রমূখ।
সেমিনার উপস্থাপনা করেন দিনাজপুর মেডিকেল কলেজের শিশু কনসালটেন্ট ডাঃ রুমানা রিয়াজ।
সেমিনারে দিনাজপুর মেডিকেল কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, দিনাজপুর মেডিকের কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসক ও নার্সবৃন্দ, দিনাজপুর প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট বিষয়ের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সময় জার্নাল/এলআর