শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

নল‌ছি‌টি‌তে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক প্রশস্তকরণ শুরু

শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
নল‌ছি‌টি‌তে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক প্রশস্তকরণ শুরু

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন,ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি:

ঝালকাঠির নলছিটি পৌরসভায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাস্তা নির্মাণে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০ টায় শুরু হওয়া উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম। এসময় শহরতলীর মল্লিকপুর থেকে সূর্যপাশা পর্যন্ত রাস্তার ওপর  অবৈধভাবে নির্মিত দেয়াল, স্থাপনা ও ইমারতের অংশ উচ্ছেদ করা হয়। পরে সবুজবাগ এলাকা থেকে নান্দিকাঠি বাইপাস সড়ক পর্যন্ত নির্মাণাধীন সড়কের একটি স্থানেও অভিযান পরিচালনা করেন। অবৈধ দখলদারদের স্থাপনাসমূহ সরিয়ে নিতে পৌরসভার পক্ষ থেকে একাধিকবার  নির্দেশ দিলেও তারা কর্ণপাত করেনি। এতে উক্ত সড়কগুলোর দীর্ঘদিন নির্মাণ কাজ বন্ধ থাকায় পৌর প্রশাসক এ অভিযান শুরু করেন। 

জানা গেছে, মল্লিকপুর ব্রিজ ভায়া জবি খান পোল হতে সুর্যপাশা পর্যন্ত সড়কটি ২০২০-২০২১ অর্থবছরে ১ কোটি ৫ লক্ষ ২৫ হাজার ৩৭৮ টাকা চুক্তিমূল্যে রাস্তা প্রশস্ত ও পাকাকরণের লক্ষে নলছিটি পৌরসভার কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রিন্স কনষ্ট্রাকশন। কিন্তু সড়কে অবৈধ স্থাপনা থাকাসহ নানা কারণে প্রাক‌ল্পিত মেয়াদ শেষ হলেও কাজ সম্পন্ন হয়নি। দীর্ঘদিন কাজ ফেলে রাখায় সৃষ্টি হয় জনদুর্ভোগ। সাম্প্রতিক সড়কটিতে যান চলাচলে উপযোগী করতে এলাকাবাসী মানববন্ধন কর্মসুচি পালন করেন। এতে বিষয়টি নজরে আসে পৌর প্রশাসকের। তাই সড়কের নির্মাণ কাজ শুরু করতে শনিবার পৌরসভার কর্মকর্তা-কর্মচারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক মো.নজরুল ইসলাম।

পৌর নির্বাহী কর্মকর্তা মো.আবুল হোসেন তালুকদার জানান, শুধু মল্লিকপুর ও সবুজবাগ এলাকাই নয়, পুরো পৌরসভার বিভিন্ন সড়কের পাশে এবং বেদখল হওয়া সম্পত্তি রয়েছে- এমন সব জায়গা থেকেই দখলদার মুক্ত করা হবে। 

পৌর প্রশাসক মো.নজরুল ইসলাম  বলেন, ‘জনভোগান্তির সৃষ্টি হয় এমন সবকিছু দূর করতে পৌরসভার বাসিন্দাদের পাশে থাকার জন্য বদ্ধপরিকর সরকার। নলছিটি পৌরসভার সড়ক যানজটমুক্ত  করা এবং পরিচ্ছন্ন একটি নান্দ‌নিক শহর গড়তে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তাঁরা জানান, যেসব স্থাপনা ভাঙ্গা হয়েছে তা সবটাই সরকারি জমিতে ছিল। দীর্ঘদিন ধরে সড়কের পাশের এসব স্থাপনা থাকার কারণে সড়ক পুন:নির্মাণ করা যায়নি। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক প্রসস্তকরণের উদ্যোগ নেয়ায় আমরা খুশি।

তানহা আজমী


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল