নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে রিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
রবিবার (১৭ নভেম্বর) ভোর পাঁচটায় এই ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। রিকশার যাত্রী নিহত ও চালক আহত হয়েছে। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পল্টন থানা পুলিশ।
পল্টন মডেল থানার এএসআই কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোরের কাগজকে জানান, পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, আমরা সকালে যখন পল্টন এলাকায় আসি তখনই ঘটনাটি দেখতে পাই। বেপরোয়াভাবে বাস ও ট্রাক দুজনের মুখোমুখি সংঘর্ষে মাঝখানে রিকশা পরে চালক আহত হয়। একজন যাত্রী নিহত হয়। সকালে এমন দৃশ্য দেখতে সবারই খুব খারাপ লাগে।
তানহা আজমী