সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পাঁচ দিনের সফরে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে সোমবার (১৮ নভেম্বর) সকালে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ইন্দোনেশিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আমন্ত্রণে তিনি এই সফর করছেন। আগামী বুধবার তিনি সেখানে “একবিংশ শতাব্দীতে এনার্জি-ল' এবং টেকসই উন্নয়ন” শীর্ষক ৬ষ্ঠ আন্তর্জাতিক স্টুডেন্ট কলোকিয়াম সেমিনারে অংশ নেবেন। সেমিনার শেষে আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন উপাচার্য।
এদিকে উপাচার্যের ইন্দোনেশিয়া সফরের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন তিন দিন পেছানো হয়েছে। আগামী ২২ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হবে। বিষয়টি নিশ্চিত করে দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. আলীনূর রহমান বলেন, এখনো বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ হয়নি। প্রশাসন হিসেবে উপাচার্য-ই আছেন। ২২ তারিখে দিবস পালন করতে হলে প্রশাসন ছাড়াই পালন করতে হবে। আর দিবসটিও ছুটির দিনে পরে গেছে। তাই আগামী সোমবার (২৫ নভেম্বর) উপাচার্যকে সাথে নিয়ে দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল অনুষদের বিভাগগুলোর স্ব-স্ব অগ্রগতি ও কার্যক্রমসমূহ দিবসটিতে তুলে ধরতে বাংলা মঞ্চে একটি প্রদর্শনী মেলার আয়োজন করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ অংশ নেবে।
সময় জার্নাল/এলআর