শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

২৮ বছর পর কলকাতার বইমেলায় ‘অনিশ্চিত’ বাংলাদেশ

রোববার, নভেম্বর ১৭, ২০২৪
২৮ বছর পর কলকাতার বইমেলায় ‘অনিশ্চিত’ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৮ জানুয়ারি কলকাতায় শুরু হচ্ছে ৪৮তম আন্তর্জাতিক বইমেলা। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সল্টলেকের করুণাময়ী বইমেলা প্রাঙ্গনে মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 

বিগত কয়েক দশক ধরে বাংলাদেশ এই মেলায় নিয়মিত অংশগ্রহণ করলেও এবার অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এবারের মেলায় মূল প্রতিপাদ্য দেশ হিসেবে থাকবে জার্মানি। সেখানে প্রদর্শিত হবে জার্মানির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও সাহিত্যিক উত্তরাধিকার।

৪৮তম কলকাতা বইমেলার আয়োজন নিয়ে গত শুক্রবার সংবাদ সম্মেলন হয়েছে। কলকাতার পার্ক হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নেও উঠে আসে বাংলাদেশের অংশ নেওয়ার প্রসঙ্গ। কিন্তু মেলার আয়োজকেরা এ বিষয়ে স্পষ্ট উত্তর দেননি। এই মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, পশ্চিমবঙ্গের প্রকাশক ও বই বিক্রেতা গিল্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশ অনুপস্থিত। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেনসহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ এবং ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, তামিলনাড়ু ও মহারাষ্ট্র রাজ্যের প্রকাশনাগুলো এই মেলায় অংশ নেবে।

এদিকে বাংলাদেশের পক্ষ থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণের বিষয়টি তদারকি করে জাতীয় গ্রন্থকেন্দ্র। এ ব্যাপারে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম বলেন, ‘আমাদের পক্ষ থেকে কয়েক দফায় যোগাযোগ করা হয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সঙ্গে। কলকাতার আন্তর্জাতিক বইমেলায় অংশ নিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানানো হয়েছে। কিন্তু আমাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। "

কলকাতা বইমেলায় গত বছর ৩ হাজার ফুটের বেশি জায়গা নিয়ে তৈরি হয়েছিল বাংলাদেশ প্যাভিলিয়ন। সেখানে অংশ নেয় ৪৫টি বাংলাদেশি প্রকাশনা সংস্থা। এ ছাড়া বিগত বছরগুলোর মতো গত বছরও ৪৭তম বইমেলা প্রাঙ্গণে পালন হয়েছিল বাংলাদেশ দিবস। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ১৯৯৯ সালে থিম কান্ট্রি হয়েছিল বাংলাদেশ।

জার্মানির ফ্রাঙ্কফুট বইমেলার আয়োজন থেকে উৎসাহী হয়ে ১৯৭৬ সাল থেকে কলকাতায় শুরু হয় এই বইমেলার আয়োজন। ১৯৯৬ সাল থেকে গত ২৮ বছর ধরে কলকাতার প্রতিটি বইমেলায় স্থান পেয়েছে বাংলাদেশ।

এবার কলকাতা বইমেলা আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ বছর মেলার থিম কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে জার্মানি।

তানহা আজমী


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল