মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে শিক্ষার্থীসহ আহত ৩

সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে শিক্ষার্থীসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি শিয়ালের আক্রমণে একজন শিক্ষার্থীসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৭ নভেম্বর) দিনগত রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে প্রান্তিক এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের তথ্যমতে এ পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর জানা গেছে। আহতরা হলেন- আনসার সদস্য অজয় হাওলাদার, ভূতাত্ত্বিকবিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার ও টারজানের দোকানদার জব্বার।

আহত আনসার সদস্য অজয় হাওলাদার বলেন, রাত দশটার দিকে আমি প্রান্তিকের কমিউনিটি মসজিদের পাশে আমরা তিনজন ডিউটি করছিলাম। এ সময়ে একটি শিয়াল এসে হঠাৎ আমার পায়ের গোড়ালিতে বুটের উপর দিয়ে কামড়ে ধরে। শিয়ালের কামড়ে আমার পায়ে ছোট একটি ক্ষত হয়েছে। আমি আপাতত বাইরে থেকেই ভ্যাকসিন নিয়ে এসেছি।

এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. আনিসুর রহমান জানান,এ পর্যন্ত তিনজন আক্রান্ত পাওয়া গেছে। আহতদেরকে ভ্যাক্সিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। দোকানদার জব্বার এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন- জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শেয়াল নিয়ে আতংক ছড়ানোর খবর পেয়েছি। সোমবার দিনের বেলা কেউ শেয়ালটি দেখলে আমাদের ফাউন্ডেশনের জাবি শাখার হটলাইনে (01984321181 নম্বরে) কল দিয়ে জানানোর অনুরোধ করছি। শেয়ালটির র‍্যাবিস টেস্টের ব্যবস্থা করে প্রয়োজনে ইউথানিশিয়া (ঘুম পাড়ানো) ও উপযুক্ত পদক্ষেপ নেব। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।

তানহা আজমী


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল