জেলা প্রতিনিধি:
দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা পর মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক।
এর আগে সোমবার ভোর ৫টার সময় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের ভেতর ফ্রেশ টিস্যু ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের মোট ১২টি ইউনিট। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, সকালে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিটের পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আসলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, ভোর সোয়া ৫টার দিকে লাগা আগুন সকাল সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করে। এই আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য আমরা পাইনি। ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত বলতে পারছি না।
সময় জার্নাল/এলআর