মাহবুবুল হক খান,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মোঃ দেলওয়ার হোসেন প্রধান বলেছেন, দীপ্ত টিভি কৃষির উপর সংবাদ পরিবেশন করে এরই মধ্যে কৃষিতে একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। দীপ্ত টেলিভিশনের সংবাদ, নিজস্ব প্রোডাকশনের নাটক, কৃষি প্রোগ্রাম, টকশো সকল ধরনের অনুষ্ঠান দীপ্ত টেলিভিশন ইতিমধ্যেই জনসাধারণের হৃদয়ের অবস্থান করে নিয়েছে। আগামী দিনে প্রত্যাশা নতুন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে দীপ্ত টেলিভিশন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সোমবার (১৮ নবেম্বর ২০২৪) সকাল ১১টায় নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাবে স্যাটেলাইট টিভি চ্যানেল দীপ্ত টিভির নবম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাংবাদিকগণ আয়নাঘর তৈরির কারিগর।সাংবাদিকদেরকে নাগরিকদের সাথে সম্পৃক্ত হতে হবে। ওকালতি ও হলুদ সাংবাদিকতা পরিহার করকে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জহুরুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন হোসেন, ডিবিসি টিভির দিনাজপুর প্রতিনিধি মোরশেদুর রহমান ও মাছরাঙ্গা টিভির দিনাজপুর প্রতিনিধি ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীপ্ত টিভির দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ। আজকের পত্রিকা দিনাজপুর জেলা প্রতিনিধি আনিসুল হক সর্দার জুয়েলের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন দিনাজপুরের প্রবীন সাংবাদিক ও দৈনিক আজকের প্রতিভার বার্তা সম্পাদক মোঃ আব্দুর রহমান, বাংলা টিভির দিনাজপুর প্রতিনিধি মনজুর আলী শাহ, দৈনিক দিনবদলের সংবাদের সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, গাজী টিভির দিনাজপুর প্রতিনিধি তনুজা শারমিন তনু, বাংলাদেশের আলোর দিনাজপুর প্রতিনিধি মনসুর রহমান, দৈনিক খবর একদিনের সম্পাদক মোফাসসিরুল রাশেদ মিলন, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মোঃ কায়সার আলী, ব্যবসায়ী এনাম সরকার, নাগরিক টিভির দিনাজপুর প্রতিনিধি মোঃ আবুল কাশেম, দৈনিক মানবজমিনের দিনাজপুর প্রতিনিধি মুহাম্মদ কামারুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক বর্তমানের দিনাজপুর প্রতিনিধি মাহবুবুল হক খান।আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন।
তানহা আজমী