নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-অগাস্টে চালানো গণহত্যা মামলায় ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। ধার্য তারিখে গ্রেফতারকৃত আসামি ও ওয়ারেন্টভুক্ত অন্য আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।
যদিও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় চেয়েছিলেন। এছাড়া, শেখ হাসিনাকে গ্রেফতারের আদেশ প্রতিপালন করার নির্দেশও দেয়া হয়েছে।
গতকাল সোমবার ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ সরকারের ৯ মন্ত্রী, ২ উপদেষ্টাসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তখন ট্রাইব্যুনালে প্রথম মামলার একমাত্র আসামি শেখ হাসিনাকে গ্রেফতারের আদেশ প্রতিপালনের বিষয়টি জানতে চাওয়া হয়।
জবাবে তাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার কথা বলেন চিফ প্রসিকিউটর। এছাড়া, ভারতের সাথে সম্পাদিত চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হবে বলে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা উল্লেখ করেন।
এদিন আসামিপক্ষে আইনজীবীরা থাকলেও তাদের কাছে আবেদন না থাকায় শুনানি করতে পারেননি। আবেদনের প্রেক্ষিতে আদালত আইনজীবী ও পরিবারের সদস্যদের সাথে আসামিদের দেখা করার অনুমতি দেন।
তানহা আজমী