নিজস্ব প্রতিবেদকঃ
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই দাবিতে ক্লোজডাউন কর্মসূচি চলছে কলেজটির ক্যাম্পাসে। এ অবস্থায় বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা দিয়েছে তিতুমীর শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ৩টার দিকে প্রতিনিধি দলটি শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা দিয়েছে।
১৪ সদস্যের প্রতিনিধি দলে রয়েছে— মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, তোয়াহা ও কাউসার।
এর আগে, ক্যাম্পাসে ‘তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘টিসি না টিইউ, টিইউ টিইউ’, ‘ডিমান্ড টু গুলশান, তিতুমীর ভার্সিটি’, ‘ডিমান্ড টু বনানী, তিতুমীর ভার্সিটি’, ‘অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকব’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
এমআই