শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

মোংলায় ৬ দাবিতে টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের অবস্থান কর্মসূচি

বুধবার, নভেম্বর ২০, ২০২৪
মোংলায় ৬ দাবিতে টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের অবস্থান কর্মসূচি

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

মোংলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে হাসপাতালে কর্মরত স্টাফরা। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র-সংগ্রাম পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবাকে গণমুখী করতে হলে স্বাস্থ্য সেবায় নিয়োজিত সংশ্লিষ্ট সব জনবলের অধিকার সুনিশ্চিত করা অত্যবশ্যকীয়। চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পেশাগত সুরক্ষা ও অধিকার নিশ্চিত করে সবার সঙ্গে নিয়েই একটি অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। একটি জনমুখী কল্যাণকর সাম্যবাদী রাষ্ট্র গঠনের লক্ষ্যে জুলাই-বিপ্লব অনুসরণীয় ও অনুকরণীয়।

দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী জাতীয় মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদ।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মাহবুবুল আলম শাহীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) দিদারুল আলম তালুকদার, ফার্মাসিস্ট শেখ ফরহাদুজ্জামান, সাজ্জাদ হোসাইন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তানভীর ইসলাম ও রমানাথ সূত্রধরসহ অন্যান্যরা। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল