মো. আশিক মিয়া,চবি প্রতিনিধি:
কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে রাজস্বখাতভূক্ত অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে গ্রাম আদালত বিষয়ক আউটরিচ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ ই জাহান এই কথা বলেন।
আজ (২১নভেম্বর ২০২৪) হাটহাজারী উপজেলার সনাতন পল্লী এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বার্তাপ্রেরক মোহাম্মদ বাদশা আলম।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহ ই জাহান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং জনাব মোহাম্মদ বাদশা আলম, গ্রাম আদালত সমন্বয়কারী, হাটহাজারী উপজেলা।
গ্রাম আদালতের সেবা সম্পর্কে বলতে গিয়ে গ্রাম আদালত সমন্বয়কারী বলেন,গ্রাম আদালতে নারীর অংশগ্রহণের অধিক গুরুত্ব রয়েছে এবং নামে মাত্র ফিস দিয়ে গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী ছোটখাটো ফৌজদারি এবং দেওয়ানি মামলা সমূহ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই। তাই এখতিয়ার ভূক্ত ইউনিয়ন পরিষদ থেকে এই সেবা গ্রহণের জন্য ভুক্তভোগী পরিবার এর প্রতি আহ্বান জানান তিনি। এসময় ৩৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
তানহা আজমী