এম.পলাশ শরীফ,বাগেরহাট প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে শীতকালীন ক্ষুদ্র প্রান্তিক ৫ হাজার ৪৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস চত্তরে এ সার বীজ বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ সাইফুল ইসলাম।
উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় এ রবি মৌসুমে ৪ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রীড ধানবীজ, ৩শ চাষিকে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি এবং ৮০ জন শরীষা চাষিকে ১কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতারণ করা হয়। এছাড়াও ২০ জন পিয়াজ চাষিকে ১ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৩০ জন গম চাষিকে ২০ কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫শ জন সূর্য্যমূখী চাষিকে ১ কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিনামূল্য বিতারন করা হয়েছে।
তানহা আজমী