শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে নতুন করে রিফর্ম করতে হবে: হেফাজত আমির

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে নতুন করে রিফর্ম করতে হবে: হেফাজত আমির

নিজস্ব প্রতিবেদক:

অবিলম্বে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির সংস্কারে কার্যকর পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী একথা বলেন।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘দেশের ৮০ ভাগ অঞ্চলের ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। সকল স্থাপনা, লাইন, উপকেন্দ্র নির্মাণ, মিটার, ট্রান্সফরমারসহ সব ধরণের বৈদ্যুতিক মালামাল সরবরাহ করে থাকে। তবে বোর্ড নিম্নমানের মালামাল সরবরাহের মাধ্যমে আর্থিক লুটপাট এবং গ্রাহক ভোগান্তি সৃষ্টি করছে। এছাড়া যানবাহন ও জনবলের অভাবে গ্রাহক পর্যায়ে উন্নত সেবা নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে গ্রাহকদের সরাসরি কোনো সম্পর্ক না থাকার কারণে সঠিক নীতিমালা প্রণয়ন ও সেবা প্রদানেও সমস্যা দেখা দিচ্ছে।’

তিনি বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের আন্দোলন দমনের প্রতিবাদ জানাচ্ছি। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ওপর যে জুলুম করা হচ্ছে তা আমরা কখনো মেনে নেব না। গ্রামীণ জনগণের সেবা নিশ্চিত করার জন্য-সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরো বলেন, ‘দেশের শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হলেও এখন মূল লক্ষ্য হওয়া উচিত টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এর জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির সংস্কার জরুরি। বর্তমানে আরইবি-পবিস রিফর্ম আন্দোলন চালিয়ে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা, কিন্তু এর মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২৪ কর্মকর্তাকে চাকরিচ্যুত ও ১৭১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ১১ জনকে রিমান্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে । যা সরকার বিরোধী আন্দোলন হিসেবে প্রচার করার অপচেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এই ধরণের দমন-পীড়নমূলকব্যবস্থা ফ্যাসিস্ট সরকারের শাসনের মতোই অমানবিক ও অসঙ্গতিপূর্ণ। যা হেফাজতে ইসলাম কখনো সমর্থন করে না। হেফাজত সবসময়ই জুলুমের বিরুদ্ধে এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের আন্দোলন দমনের প্রতিবাদ জানাচ্ছি। এছড়া গ্রামীণ জনগণের বৈষম্যহীন বিদ্যুৎ সেবা পাওয়ার অধিকার আদায়ে অবিলম্বে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির সংস্কারে কার্যকর পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল