শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করলো হাবিপ্রবি ছাত্রশিবির

রোববার, নভেম্বর ২৪, ২০২৪
পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করলো হাবিপ্রবি ছাত্রশিবির

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নবাগত ২৪ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামি ছাত্রশিবির, হাবিপ্রবি শাখা। 

শনিবার সকালে 'দ্যা গ্রান্ড দাদুবাড়ি রিসোর্ট' এ নবীণবরন ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রশিবিরের পক্ষ থেকে নবীনবরণে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে সকালের নাস্তাসহ উপহার হিসেবে ক্যালেন্ডার, কলম, বই এবং ছাত্রশিবিরের সংক্ষিপ্ত পরিচিতির পুস্তিকা প্রদান করা হয়। 

নবীণবরন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন হাবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি শেখ রিয়াদ। হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক এর সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. আফসার আল মাহমুদ এবং অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন হাবিপ্রবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. আবদুস সোবহান। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য প্রশ্ন করার সুযোগ রাখা হয়। শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, সকল প্রকার জুলুমের মূলোৎপাটন করার উদ্দেশ্য নিয়ে ছাত্রশিবির গঠিত হয়েছিলো। আমাদের বিরুদ্ধে যে নেগেটিভিটি ছিলো তা আমরা কখনও এতো গুরুত্বের সাথে নেইনি।

আমাদের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে তার বিরুদ্ধে সবসময়ই আমরা ভালোবাসা ছড়িয়ে দিয়েছি। যারা অপপ্রচার চালায় তাদেরকে বলবো চোখ থেকে কাঠের চশমা খুলে নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করুন। তাহলেই ছাত্রশিবির সংগঠন সম্পর্কে সঠিকভাবে জানতে পারবেন। 

তিনি বলেন, ছাত্রশিবিরের জন্মই ১৯৭৭ সালে, ৭১ সালে শিবিরের নামে যে অপপ্রচার চালানো হয় তা ভিত্তিহীন। তখন রাজনৈতিক দল হিসেবে শিবির ছিলোনা। তখনকার আওয়ামী লীগ, জামায়াত সহ অন্যন্য যে রাজনৈতিক দল তারা ৭১ সালে কোন অবস্থানে ছিলো সেটা তারা বলতে পারবে। এ বিষয়ে শিবিরের কোন সংশ্লিষ্টতা নেই। 

তিনি আরও বলেন, ছাত্রশিবির ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটা ভালো প্লাটফর্ম দিতে চেয়েছে সবসময়। ছাত্রশিবির চায় শিক্ষার্থীরা সবসময় মাদক থেকে দূরে থাকুক। আমি চ্যালেন্জ করে বলতে পারি ছাত্রশিবিরের সকল সদস্য ১০০% মাদকমুক্ত। শিক্ষার্থীদেরকে সুন্দর পড়াশোনার পরিবেশ দিতে ছাত্রশিবির সবসময় বদ্ধপরিকর। 

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, আমাদের দেশের বিশাল জনগোষ্ঠী কিন্তু আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে এই জনশক্তিকে জনসম্পদে রুপান্তর করতে পারিনি। আমরা চাই বর্তমান শিক্ষার্থীরা এই দেশের জনসম্পদে রুপান্তরিত হোক। এতে ছাত্রশিবির সর্বোচ্চ সহযোগিতা করবে সবসময়। 

তিনি আরও বলেন, এ দেশের নেতৃত্বে যারা ছিলো তারা সবসময় দেশের জনগনকে শোষণ করে গেছে। জনগনের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে যোগ্য নেতৃত্ব তৈরি করে এই ধারার পরিবর্তন ঘটাতে চায়।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ওয়াহিদুল ইসলাম আকিক, দাওয়াহ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম এবং দিনাজপুর শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মাওলানা রেজওয়ানুল হক

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল