রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল বুধবার সকালে দলীয় কার্য্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতারা।
আলোচনা শেষে সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ ও করোনা সচেতনতার উপর ক্যাম্পেইন করা হয়।
সময় জার্নাল/এমআই