মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বুধবার, জুন ২৩, ২০২১
লক্ষ্মীপুরে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে পৌর আওয়ামীলীগের উদ্যোগে রায়পুর শহরে পৌর আওয়ামীলীগের আহবায়কের ব্যক্তিগত কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

এতে প্রধানঅতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। আলোচনা শেষে কেক কাটা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

একইভাবে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় বলে জানা গেছে।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল