সময় জার্নাল প্রতিবেদক : ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় চিত্রনায়িকা পরীমণির করা মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম রাজিব হাসান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম পরীমণির করা মামলায় নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষে জামিনের বিরোধিতা করা হয়।
মাদক মামলায় গ্রেপ্তার নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির সাত দিনের রিমান্ড শেষ হয় বুধবার। এরপরই তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আদালতে হাজির করা হয়।
প্রসঙ্গত, গত ১৩ জুন রাতে পরীমণি অভিযোগ করেন, চারদিন আগে ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার সহযোগীরা। এ ঘটনায় সাভার থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা করেন তিনি। পরদিন নাসির উদ্দিন আহমেদ ও অমিসহ ৫ জনকে উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সময় জার্নাল/এসএ