নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে আদালত চত্বরে সংঘর্ষের সময় সহকারী সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার ভিডিও দেখে সন্দেহভাজন অন্তত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, ভিডিও ফুটেজ থেকে ছয় জনকে শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে গতকাল সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রম মহানগর পুলিশ (সিএমপি)।
এ ছাড়াও, দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করা হয়েছে।
এমআই