মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য তরুণ চট্টগ্রাম আদালতের সরকারি আইন কর্মকর্তা এ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতি চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ তহিদুল হক সরকার।
প্রতিবাদ সমাবেশ থেকে চট্টগ্রাম আদালতের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
অন্যথায় সারা দেশের আইনজীবীরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলবে বলে হুশিয়ারি দেওয়া হয়। প্রতিবাদ সভায় কয়েকজন বক্তা ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করার জোর দাবিও জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ, দিনাজপুর জেলা আদালতের জিপি মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, পিপি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র আইনজীবী মোঃ আনিসুর রহমান চৌধুরী, মোঃ এমাম আলী, মােঃ ফিরোজ ইব্রাহিম, মোঃ লিয়াকত আলী, আনোয়ারুল আজিম সরকার খোকন, ইন্দ্রজিত কুমার অনিক প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন। প্রতিবাদ সভায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম আদালতের সরকারি আইন কর্মকর্তা এ্যাড. সাইফুল ইসলাম আলিফকে গত ২৬ নভেম্বর ২০২৪ তারিখ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে খুন হন।
সময় জার্নাল/এলআর