মো.আশিক মিয়া,চবি প্রতিনিধি:
জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সু-সংহত করার লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট সংলগ্ন শহীদ জোবায়ের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চবি শিবির সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় ও নাহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়ক রাসেল আহমেদ, সমন্বয়ক মাহফুজুর রহমান ও সাব্বির আহমেদ রিয়াদ, ছাত্র অধিকার পরিষদ চবি শাখার আহ্বায়ক মো. রোমান রহমান ও যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ, ছাত্র মজলিস চবির সভাপতি সাকিব মাহমুদ রুমী এবং ইসলামী ছাত্র আন্দোলন চবির সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ।
রাসেল আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে দূর করেছি আমরা এক হয়ে। চবিকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমি প্রথমত দাবি হচ্ছে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির পরিবর্তে চাকসু নির্বাচন ও হল সংসদ চালু করা। দ্বিতীয়ত আবাসিক হলগুলোতে খাবারের মান আরও উন্নয়ন করা। পাশাপাশি পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। শাটলে শুধু শিডিউলই বৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে ভোগান্তি কমেনি। বাস চালুর ব্যাপারেও আমরা দাবি জানাবো।
ছাত্র অধিকার পরিষদ চবি শাখার আহ্বায়ক রোমান রহমান বলেন, স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও সাথে নিয়ে গেছে বিপুল পরিমাণ অর্থ। তারা কিন্তু চাইলেই অস্থিতিশীল করতে পারে,তাই আমাদের সকলকে নিয়ে সতর্ক থাকতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনা হলের নাম এখনও পরিবর্তন হয়নি। যা আমাদের শহীদদের আত্মার জন্য কষ্টের। এ বিষয়ে প্রশাসনকে পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানান তিনি।
ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমী সকল ছাত্র সংগঠনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান, তিনি বলেন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা কর্মী হলেও, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা সবাই একত্রে কাজ করব।
শিবির সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা ও খাবার মান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আবাসিক হলে যত শিক্ষার্থী খেতে চায় সবাইকে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ফ্যসিবাদের দোসরদের বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানান।
শিবির সভাপতি নাহিদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত সন্ত্রাসীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা মনে করি সকল ছাত্রসংগঠনকে আরও উদার হতে হবে। সকল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ মিলে এক টেবিলে বসে চা খাওয়ার সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে হবে। যারা-ই ফ্যাসিবাদী কায়েম করতে চাইবে আমরা সবাই মিলে তাদের প্রতিহত করব।
তানহা আজমী