স্পোর্টস ডেস্ক:
পর পর দুই চার হাঁকিয়ে উল্লাসের বদলে অসুস্থ বোধ করলেন ইমরান প্যাটেল। খানিক বাদে মাঠ ছেড়ে যেতে যেতেই লুটিয়ে পড়লেন। সেখান থেকে হাসপাতালে যাওয়ার আগেই চলে গেলেন না ফেরার দেশে! ক্রিকেটে এমন আকষ্মিক ঘঠনা ঘটেছে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এএস ট্রফিতে।
গতকাল লিগে মুখোমুখি হয়েছিল লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার ও ইয়ং একাদশ। মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা লাকি বিল্ডার্সের শুরুটা হয়েছিল উড়ন্ত। ছয় ওভারেই ৪৫ রান তুলে ফেলে দলটি। এতে দারুণ অবদান অধিনায়ক ইমরানের। ১৮ বলে তোলেন ২২ রান।
ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ দুই বলে চার হাঁকান ইমরান। তারপরই কি যেন উলট-পালট! অসুস্থ বোধ করায় আম্পায়ারের কাছে মাঠের বাইরে গিয়ে অসুধ খাওয়ার অনুমতি চান ইমরান। ঘাড় ও হাতে ব্যথা করছে, এমন কথা জানান প্যাটেল। আম্পায়ার তাকে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
মাঠ ছাড়তে ছাড়তে মাঠেই লুটিয়ে পড়েন ইমরান। অন্য খেলোয়াড়রা দ্রুত ছুটে আসেন। দ্রুত হাসপাতালে নেওয়া হয় তরুণ এই ক্রিকেটারকে। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই না ফেরার দেশে চলে গেছেন উদিয়মান এই ক্রিকেটার। এমন বিদায় নিশ্চয় মেনে নেওয়া কঠিন!
তানহা আজমী