মো: মিরাজুল ইসলাম, খুবি প্রতিনিধি:
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন খুলনা জোনের উদ্যোগে ‘সাংগঠনিক কর্মশালা-২০২৪' অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: নুরুন্নবী, ট্রেজারার, খুলনা বিশ্ববিদ্যালয়, মো: শামীম গাজী সভাপতি বাঁধন কেন্দ্রীয় পরিষদ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, বাঁধন খুলনা জোনের সভাপতি সাইফ নেওয়াজ।
কর্মশালায় উপ-উপাচার্য প্রফেসর ডঃ মোঃ হারুনর রশীদ খান উপস্থিত বাঁধন কর্মীদের উদ্দেশ্যে বলেন, "বাঁধন সম্পর্কে খুব বেশি ধারনা ছিল না কিন্তু আজকের কর্মশালায় এসে অনেক তথ্য জানতে পেরেছি। শুরু লগ্ন থেকে আজ প্রযর্ন্ত বাঁধন প্রায় ১১,০০,০০০ ব্যাগ রক্ত ম্যানেজ করে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে।আমি নিজের প্রয়োজনেও খুলনা বিশ্ববিদ্যালয়ের বাঁধন সংগঠন থেকে রক্ত পেয়েছি। প্রশাসন থেকে যে কোনো ধরনের সাহায্য প্রয়োজন হলে আমরা সর্বাত্বক চেষ্টা করব।"
প্রফেসর ড. মো: নুরুন্নবী বলেন, "মানুষের উপকারে সবার আগেই বাঁধন কর্মীদের পাওয়া যায়। ১৯৯৭ সাল থেকে প্রায় ২৩ লক্ষ মানুষ এই সুবিধা পেয়েছে। রক্ত দিতে হবে মানবিকতার খাতিরে, পেশাদার রক্তদাতা হওয়া যাবে না। আশা করি আজকের এই কর্মশালার মাধ্যমে পরবর্তীতে আরো মানুষ রক্তদানে উদ্বুদ্ধ হবে।"
বাধঁন কেন্দ্রিয় পরিষদ এর সভাপতি মো: শামীম গাজী বলেন, "প্রতিদিন গড়ে প্রায় ১৩৫৬ ব্যাগ রক্তের প্রয়োজন হলেও বাঁধন সংগঠন মাত্র ৩৫৬ ব্যাগ রক্ত ম্যানেজ করতে পারে। আমরা স্বপ্ন দেখি সেই দিনের যেদিন বাংলাদেশের প্রতেকটি মানুষ তাদের রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদান করবে প্রয়োজন হবে না কোনো বাঁধন সংগঠনের।"
এছাড়াও, কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, খুলনা জোনের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মীবৃন্দ।
এমআই