চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনেরই করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শতভাগ।
গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন এবং করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য জানিয়েছে।
চুয়াডাঙ্গায় নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯ জন, দামুড়হুদা উপজেলায় একজন, আলমডাঙ্গা উপজেলায় সাত জন এবং জীবননগর উপজেলার ১৪ জন।
মারা যাওয়া দু’জনের মধ্যে একজন জীবননগর উপজেলার এবং অন্যজন দামুড়হুদার।
এ পর্যন্ত চুয়াডাঙ্গায় দুই হাজার ৮৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৯১ জন।
সময় জার্নাল/আরইউ