জেলা প্রতিনিধি:
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১০ ডিগ্রিতে। হিমালয়ের হিম শীতল বাতাসের কারণে দিন দিন হ্রাস পাচ্ছে তাপমাত্রা। ফলে দিনদিন বাড়ছে শীতের তীব্রতা।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এ জেলার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
এর আগে, গতকাল শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস ।
এদিকে আবহাওয়া অফিস বলছে, এ জেলা থেকে হিমালয় পর্বত অনেক কাছাকাছি হওয়ার কারণে প্রতি বছর এ জেলায় শীতের তীব্রতা বেশি থাকে।
অন্যান্য জেলার তুলনায় আগে ভাগেই শীতের আগমন ঘটে এবং দীর্ঘস্থায়ী হয়ে দেরিতে শীত বিদায় নেয়৷ তবে তাপমাত্রা আগামী দুই এক সপ্তাহে আরও হ্রাস পাওয়া সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, দিন দিন শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে গরম কাপড়ে আশ্রয় নিতে শুরু করেছে সাধারণ মানুষরা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশে। পড়তে শিশিরবিন্দু, বইছে হিমেল হাওয়া৷ বিভিন্ন হাটবাজারে গড়ে উঠছে হাতের পিঠাপুলির দোকান।
আবহাওয়া পরিবর্তনের কারণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর সংখ্যাও।
সময় জার্নাল/এলআর