নিজস্ব প্রতিনিধি:
বিকেল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেইসাথে রয়েছে বাতাসও। এতে শীতটা যেন একটু বেশি অনুভুত হচ্ছে ঢাকাবাসীর।
শনিবার (৩০ নভেম্বর) দুপুর থেকেই আকাশ প্রায় অন্ধকার হয়ে পড়ে। চারদিক ঢেকে ফেলা মেঘের মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও তেজ তেমনটা ছিল না।
বিকেল ৪টার পর থেকে রাজধানীর মগবাজার, কারওয়ানবাজার, মালিবাগ, শাহবাগসহ বেশ কয়েকটি এলাকায় শীতল বাতাস বয়ে যেতে থাকে।
বিকেল ৫টার দিকে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে পথচারী যানবাহনের যাত্রী বেকায়দায় পড়েন। আগাম প্রস্তুতি না থাকায় অনেককে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে।
দোকান গুটিয়ে নিচ্ছেন ফুটপাতের দোকানিদের। অনেক রিকশাচালক যাত্রী না নিয়ে নিজেই রিকশার ভেতর গুটিসুটি মেরে বসে রয়েছেন।
এদিকে, ঘূর্ণিঝড় ফিনজাল নিয়ে আবহাওয়া অধিদফতরের দেয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসাথে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সময় জার্নাল/এলআর