এম.পলাশ শরীফ,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইউনিয়নে ব্রাইট স্টার ক্লাবের ২০২৫-২০২৬ মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হলেন মো. মিরাজুল ইসলাম মিরাজ ও মো. শান্ত শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্যে নেতৃবৃন্দরা হলেন সাংগঠনিক সম্পাদক মো. সিয়াবুল ইসলাম সজিব, কোষাদক্ষ্য মো. রনি মীর ও ক্রীড়া সম্পাদক মো. সালমান শিকদার।
শুক্রবার সন্ধ্যায় ক্লাবের স্থায়ী কার্যালয়ে নতুন কমিটির নেতৃবৃন্দের মাঝে শপথ বাক্য পাঠ করেন ক্লাবের প্রধান উপদেষ্টা মো. বাদল শরীফ।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. ওয়ালিউর রহমান শরীফ, সহকারী নির্বাচন কমিশনার মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ, মো. বাদল শরীফ, জাহাঙ্গীর আলম কিছলু, মো. লাভলু শরীফ। শপথ বাক্য শেষে বক্তৃতা করেন ক্লাবের সাবেক সভাপতি মো. রফিক গাজী, মো. জসিম শরীফ। এ কমিটির মোট সদস্য ১৭৭ জন রয়েছেন।
ব্রাইট স্টার ক্লাব খেলাধূলার পাশাপাশি অসহায় মানুষের পাসে দাড়ানো, বাল্য বিবাহ প্রতিরোধ করা, অসহায় মানুষের চিকিৎসায় সহায়তা প্রদান, ঈদ-কুরবানীতে অসহায় মানুষের মাঝে আটা, মাংস বিতরণ করা হয়ে থাকে।
তানহা আজমী