এম. পলাশ শরীফ, বাগেরহাট : প্রাণঘাতি করোনা সংক্রামণ বেড়ে যাওয়ায় মোড়েলগঞ্জে কঠোর লকডাউন চলছে। প্রশাসনের টিম সার্বক্ষনিক মাঠে। গত এক সপ্তাহে করোনা রোগীর পরীক্ষায় ৯০ জনের ৩৫ জন সনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে নব্বইরশি বাসস্ট্যান্ড, সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড,কাপুরিয়া পট্টি, মোড়েলগঞ্জ-শরণখোলা-বাগেরহাট মহাসড়কে সকল প্রকার যাত্রীবাহি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
মোড়েলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পৃথক-পৃথক টিম শহরের গুরুত্বপূর্ন বিভিন্ন স্থানগুলোতে অবস্থান করছে। জনসাধারণের চলাচল ছিলো নিরবিচ্ছিন্ন। ব্যবসা প্রতিষ্ঠান বিপণন কেন্দ্রগুলো বন্ধ রেখেছেন বাজার ব্যবসায়ীরা। শুধুমাত্র ওষুধ ও কাচাবাজার খোলা খাকলেও অন্যসব দিনের চেয়ে জনসাধারণের উপস্থিত ছিলো খুবই কম।
পৌরসভার মেয়র এ্যাড. এসএম মনিরুল হক তালুকদারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে করনীয় বিষয় সচেতনায় ওপর বুধবার রাত থেকে মাইকিং প্রচারণা অব্যাহত রেখেছেন। শহরের পানি নিষ্কাশনের ড্রেনগুলোতে দেওয়া হয়েছে স্প্রেরে মেশিনের মাধ্যমে জীবানু নাশক ওষুধ।
এ দিকে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে করোনা সচেতনতায় জনসাধারণের মাঝে মাস্ক ব্যবহার ও করনীয় বিষয় প্রচারণ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন উপজেলাস্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি। মাঠ পর্যায়ে ১০ জন চিকিৎসক ২৮জন স্বাস্থ্য সহকারি, স্বাস্থ্য পরিদর্শক সিইচ সিপি ও কর্মীরা সার্বক্ষনিক কাজ করছেন।
সময় জার্নাল/এমআই