আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের ৭১ ভাগ লোক গাজা যুদ্ধ অবসানের মাধ্যমে পণবন্দীদের ফিরিয়ে আনাকে সমর্থন করছে। চ্যানেল ১২-এর পরিচালিত এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে।
জরিপে দেখা গেছে, মাত্র ১৫ ভাগ ইসরাইলি এ ধরনের চুক্তির বিরোধিতার করছে। আর ১৪ ভাগ জানিয়েছে, এ ধরনের চুক্তির ব্যাপারে তাদের কোনো ধারণা নেই।
উল্লেখ্য গত সপ্তাহে প্রকাশিত ইসরাইলের অ্যাসোসিয়েশন অব রেপ ক্রাইসিস সেন্টার্সের জরিপে ৯৩ শতাংশ জানিয়েছিল, পণবন্দীরা বিপদে রয়েছে।
চ্যানেল ১২-এর জরিপে আরো দেখা যায়, ৫১ ভাগ ইসরাইলি গাজায় ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে। আর ৩৩ শতাংশ পক্ষে। এছাড়া ১৬ শতাংশ কোনো মতামত দেয়নি।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভোটারদের মধ্যে প্রায় ৫৭ ভাগ গাজায় শান্তি প্রতিষ্ঠার পক্ষে অভিমত দিয়েছেন। আর ২৪ শতাংশ এর বিপক্ষে বলেছেন।
বৈরুতের দক্ষিণ শহরতলীতে শনিবার গভীর রাতে দু'মাস আগে ইসরাইলি বিমান হামলায় সাবেক হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার স্থানটিতে শত শত লোক এক স্মরণ সভায় মিলিত হয়।
লেবাননের এই গোষ্ঠীটির আয়োজিত এক অনুষ্ঠানে হামলায় সৃষ্ট বিশাল গর্তের ভেতরে ও চারপাশে হিজবুল্লাহর হলুদ পতাকা ও মোমবাতি গেঁথে দেয়া হয়। বুধবার ইসরাইলের সাথে তাদের এক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় যুদ্ধটি শেষ হতে চলেছে। সেখানে লাউড স্পিকারে নাসরুল্লাহর বক্তৃতা বাজানো হয়। সাইটটির আশেপাশের ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে নেতার একাধিক বিশালকায় প্রতিকৃতি সাজানো ছিল।
সময় জার্নাল/এলআর