এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
উগ্রপন্থি মতবাদের সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বলইবুনিয়া ইউনিয়ন বিএনপি।
রবিবার আসর নামাজ বাদ কালিকাবাড়ি বাজারে মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন দলটির নেতা কর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ সোহেল, জামায়েত নেতা মাষ্টার মঞ্জুরুল আলম, বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক ইদুল হোসেন হাওলাদার,বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কুদ্দুস মাতুব্বর, জামায়েত ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান, মাওলানা মোনজারুল ইসলাম খান, যুবদল নেতা মাষ্টার নূরুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা তরিকুল ইসলাম শিকদার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন মিলন, ছাত্রদল নেতা এসএম মহিম হোসেন সুজন, মনিরুজ্জামান দুলাল, সোহেল রানা, তৌফিকুর রহমান হিমেল, মো. ফারুক বিল্লাহ, সোহেল দেওয়ান, মারুফ বিল্লাহ প্রমুখ।
বক্তারা ইসকন নিষিদ্ধের দাবিতে ও আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকরিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সময় জার্নাল/এলআর