রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার স্লুইসগেট এলাকা থেকে ৩ হাজার ১শত পিছ ইয়াবাসহ হানিফ মিয়া (২৮) ও রোকনুজ্জামান (২২) কে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালের দিকে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে এসআই আল হাসিব আরমান, এএসআই শহিদুল ইসলাম ও রতন মিয়া সহ দায়িত্বরত পুলিশ সদস্যরা রাজীবপুর -ঢাকা মহাসড়কের (স্লুইসগেট এলাকায়) অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
মাদক সহ আটককৃত হানিফ মিয়া পাশ্ববর্তী রৌমারী উপজেলার চেংটাপাড়া গ্রামের নুরুল হকের পুত্র।রোকুনুজ্জামান একই গ্রামের ইউনুস আলীর পুত্র।
ইজিবাইক যোগে রৌমারী থেকে জামালপুর যাবার সময় পুলিশ তাদের আটক করে এসময় তল্লাশি চালালে তাদের কাছে থাকা ৩ হাজার ১শত পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
রাজীবপুর থানা সূত্র জানা গেছে, হানিফ মিয়ার নামে আগেরও মাদক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি মাদকের চালান রৌমারী থেকে জামালপুর যাচ্ছে।
পরে, উপজেলার স্লুইসগেট এলাকায় গণপরিবহনে তল্লাশি চালিয়ে মাদক চক্রের সদস্য হানিফ মিয়া ও রোকনুজ্জামানকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল বুধবার তাদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।
এমআই