জেলা প্রতিনিধি:
সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে বরিশাল মহানগরে ১০৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মহানগর পর্যায়ে এটি তাদের তৃতীয় আহ্বায়ক কমিটি।
আজ বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বরিশাল মহানগরের কমিটি প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের এই কমিটিতে বরিশাল সদরের বাসিন্দা শহিদুল ইসলাম শাহেদকে আহ্বায়ক, মেহেন্দীগঞ্জ উপজেলার মো. শাহাদাতকে সদস্যসচিব, বরিশাল সদরের মাহফুজুর রহমান ইমরানকে মুখ্য সংগঠক ও পটুয়াখালীর ইসরাত জাহানকে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক, ১২ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৩ জনকে সংগঠক ও ৬৪ জনকে সদস্য করা হয়েছে।
এর আগে কুমিল্লা ও রংপুরে মহানগর এবং ১৪টি জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলাগুলো হলো কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, নেত্রকোনা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, কুমিল্লা, রংপুর, যশোর ও কুড়িগ্রাম। প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
তানহা আজমী