ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজলোর আমতলা বাজারে কৃষি জমিতে খাল খনন বন্ধে ও আবাদী জমি রক্ষার্তে প্রায় ৫শতাধীক কৃষক মানব বন্ধন করছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর বেলা আমতলা বাজারে ভুক্ত ভোগী কৃষকসহ স্থানীয় লোকজন এ মানব বন্ধন করনে। কৃষকরা বলনে আমরা এই জমি চাষ করে পরবিার পরজিন বাঁচাই । এটি আমাদের প্রাণরে দাবী, এইজমি খনন করতে দিবনা।
কৃষক সহদিুল ইসলাম বলনে,এই জমিতে বোরো মৌসুমে বীজতলা করে বীজ রোপন করে হাজার হাজার মন ধান উংপাদন করা হয় এবং সেই ধান আমরা বভিন্নি জেলায় সরবরাহ করা হয়। এই জমি যদি খনন করা হয় তাহলে আমরা এলাকার মানুষ একবারে নিঃস্ব হয়ে যাব । আমাদের প্রাণরে দাবি এই জমি যেন খনন না করা হয। এছাড়া সদ্য বিলুপ্ত হওয়া দাশয়িার ছড়ার সাথে এই উপজলোর সাথে যে ৭টি সংয়োগ রিং কালর্ভাট ব্রীজ রয়েছে তা খননের ফলে ধষে ভবিষ্যতে সংযোগ বিছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা রয়ছে।
কৃষক মোবারক আলী বলনে, আমরা এই জমি দিয়ে জীবিকা নির্বাহ করি সংসার চালাই। খননের ফলে হাজার হাজার একর জমি আবাদের অনুউপযোগী হয়ে পরবে। তাই আবাদী কৃষি জমি যেন খনন করতে না পারে সে জন্য আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এমআই