মুরাদ ইমাম কবির,হিলি প্রতিনিধি:
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ এনে এবং তা বন্ধসহ বিভিন্ন দাবীতে হিলি স্থলবন্দর গেটের ভারত অভ্যন্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে স্থানীয় ভারতীয়রা।
একারনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পৌনে এক ঘন্টা আমদানি রফতানি বানিজ্য বন্ধে ছিলো।
পরে বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করলে পৌনে এক ঘন্টা পর দুদেশের মাঝে আমদানি রফতানি বানিজ্য পুনরায় শুরু হয়।
হিলি স্থলবন্দর আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের জাতীয় কংগ্রেস দিনাজপুর জেলা শাখা ও শ্রমিক সংগঠন (ইনটাক) যৌথভাবে ভারত অভ্যন্তরে সড়ক অবস্থান করে বিক্ষোভ করে। একারণে বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ হয়ে যায়।
এসময় তারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, ইসকন নেতা চিন্ময় কৃষ্ন দাশ এর গ্রেফতার এর প্রতিবাদ ও মুক্তির দাবী জানান।তাদের এসব দাবী পুরন না হলে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধের হুমকি দেন।
পরে বিক্ষোভকারীরা সড়কে বেরিকেট দিয়ে সমাবেশ করতে চাইলে কর্তব্যরত বিএসএফ সদস্যরা তাদের বাধা দিয়ে বেরিকেট সরিয়ে দেয়।পরে বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি বানিজ্য শুরু হয়।
তানহা আজমী