শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

জামালপুরে পরিচ্ছন্নতা কর্মীরা পেলো প্রশিক্ষন ও নিরাপত্তা উপকরণ

বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
জামালপুরে পরিচ্ছন্নতা কর্মীরা পেলো প্রশিক্ষন ও নিরাপত্তা উপকরণ

মোঃ ইমরান মাহমুদ,জামালপুর প্রতিনিধি:

জামালপুরে বর্জ্য সংগ্রহকারী ও পিট এম্পটিয়ারদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষন ও নিরাপত্তা উপকরণ বিতরণ করেছে বাসা ফাউন্ডেশন। 

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে জামালপুর পৌরসভার হল রুমে বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় ধারাবাহিকভাবে ৪০ জন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীর মাঝে প্রশিক্ষণ প্রদান করেন ফাউন্ডেশনটির সেন্ট্রাল ওয়াস কো- অর্ডিনেটর প্রিন্স দে রনি। পরে নিরাপত্তা উপকরণ বিতরণ করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো: হাফিজুর রহমান,  কন্জারভেন্সী ইন্সপেক্টর মাহাবুবুল আলম মন্জু, বাসা ফাউন্ডেশন জামালপুরের সিটি কো- অর্ডিনেটর অসিম চন্দ্র দাশ। প্রশিক্ষণ ও নিরাপত্তা উপকরণ পেয়ে খুশি পরিচ্ছন্নতা কর্মীরা। 

বাসা ফাউন্ডেশন সেন্ট্রাল ওয়াস কো- অর্ডিনেটর প্রিন্স দে রনি বলেন, আমরা পরিচ্ছন্নতা কর্মীদের সামাজিক মান উন্নয়নে কার্যক্রম করছি। তার ধারাবাহিকতায় আজের এই উদ্যোগ। আগামীতে আরও উদ্যোগ নেওয়া হবে৷ 

জামালপুর পৌরসভা পৌর নির্বাহী কর্মকর্তা মো: হাফিজুর রহমান বলেন, এই উদ্যোগে আমাদের কর্মীদের অনেক কাজে আসবে। মূলত রোগবালাই থেকে মুক্তি ও সচেতনতা দরকার তাদের। সেটাই এখান থেকে পেলো তারা। 

তানহা আজমী


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল