মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা কৃষকদল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ মজুমদার, হোসেন মোঃ ফারুক, আবুল বাশার, হানিফ মিয়া, মহিউদ্দিন মোল্লা, সহিদুল ইসলাম লিটন, মানিক সর্দার।
উপজেলা কৃষকদলের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহিম ভুঁইয়া জসিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সভাপতি আবদুল মমিনসহ বিভিন্ন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাংগঠনিক কাঠামো মজবুত করতে দীর্ঘদিন পরে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের উদ্যোগ নেয়ায় কেন্দ্রীয় ও জেলা কৃষকদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে চৌদ্দগ্রাম উপজেলা কৃষকদল।
তানহা আজমী