মাহবুবুল হক খান,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে পুলিশের অভিযানে ২টি চোরাই ট্রাক্টরসহ সংঘবদ্ধ চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-শফিকুল ইসলাম, রাশেদ ও বাবু।
বুধবার (৫ ডিসেম্বর ২০২৪) দিনাজপুর জেলার ফুলবাড়ি থানা পুলিশের একটি দল ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া রাশেদের বাড়ীতে অভিযান চালিয়ে ট্রাক্টর ২টি উদ্ধার করে। এ সময় সঙ্গবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।
দিনাজপুর পুলিশ সুপার অফিস জানা গেছে,গত ১৫ নভেম্বর ২০২৪ তারিখ রাত ২টা হতে ১৬ নভেম্বর ২০২৪ তারিখ দুপুর অনুমানিক ১টির মধ্যে যে কোন সময় দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি ইফতি ফিলিং স্টেশন হতে ফুলবাড়ী থানার শমসের নগর গ্রাম হতে জদুলাল রায়ের ছেলে নিমাই চন্দ্র রায়ের একটি ট্রাক্টর চুরি হয়। পরে বিষয়টি ফুলবাড়ী থানা পুলিশকে অবহিত করলে চুরি যাওয়া ট্রাক্টরটি উদ্ধারে অভিযানে নামে ফুলবাড়ী থানা পুলিশ।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে আটক ব্যক্তি জানায়, ফুলবাড়ী থানাধিন শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া রাশেদের বাড়ীতে চুরি যাওয়া ট্রাক্টরটি রয়েছে।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (৫ ডিসেম্বর ২০২৪) তারিখে ট্রাক্টরটি ছাড়াও তাদের দখল হতে আরো একটি চোরাই সন্দিগ্ধ ট্রাক্টর উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ২টি ট্রাক্টরের আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
তানহা আজমী