জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃষ্টান, আদিবাসী এবং বিদেশী শিক্ষার্থীসহ সকল ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত ঐক্যে- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শপথ পাঠ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় সম্প্রীতি মঞ্চের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এসময় সবাইকে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
শপথ পাঠের পূর্বে ড. সালেহ হাসান নকীব বলেন,শপথ বাক্যে যে সমস্ত কথা লেখা আছে বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষ কোনোরকম শপথ ছাড়াই সারাজীবন এসবেরই চর্চা করে আসছে। আমাদের কখনো সচেতনভাবে নিজেদেরকে অসাম্প্রদায়িক প্রমাণ করার প্রয়োজন হয় নি। আমরা আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরায় মানুষের সাথে যেভাবে মিশেছি, আমাদের নতুন করে কখনো কিছু প্রমাণ করার প্রয়োজন হয় নি। কিন্তু আজকে একটা বিশেষ প্রেক্ষাপটে আমাদের প্রিয় মাতৃভূমি নানাদিক থেকে আক্রান্ত হচ্ছে। আমাদের ওপর খুব অন্যায় হচ্ছে, আমরা যা না সেটাই আমাদের বলা হচ্ছে। কাজেই এর একটা প্রতিবাদ হওয়া দরকার। এই শপথ বাক্য পাঠ এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমি বিশ্বাস করি এখানে যারা সমবেত এবং এখানে যারা নেই এমন কোটি কোটি মানুষ আছে এখন আমরা যা বলবো তা মনে প্রাণে ধারণ করে।
এসময় উপ- উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন,জাতিগতভাবে আমাদের ধর্মের ভিন্নতা হলেও সার্বভৌমত্বের দিক থেকে আমরা এক। আমাদের সবকিছুর উর্ধ্বে দেশ। পার্শ্ববর্তী দেশ আমাদের ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের একতাবদ্ধের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করব। ৭১ সালে যেমন আমরা প্রতিহত করেছি ঠিক তেমনি সকলের একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাদের মোকাবেলা করব।
শপথ পাঠ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানেের সমাপ্তি হয়।
এমআই