শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ে

বৃহস্পতিবার, জুন ২৪, ২০২১
চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক: ব্রাসিলিয়ায় কোপা আমেরিকায় চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্যারাগুয়ে। চিলির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে প্যারাগুয়ে। 

খেলার ৩৩ মিনিটে গোল দেয় প্যারাগুয়ে। কর্নার থেকে হেডে গোলটি করেন ফরোয়ার্ড ব্রায়ান সামুদিও। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে প্যারাগুয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন আলমিরন। 

৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের দ্বিতীয় অবস্থানে চলে এসেছে প্যারাগুয়ে। এক ম্যাচ হাতে রেখেই শেষ আট অর্থাৎ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আলমিরন ও গঞ্জালেসরা। 

এদিকে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে চিলি। এ গ্রুপের প্রথম চার দল আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। 

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল