স্পোর্টস ডেস্ক: ব্রাসিলিয়ায় কোপা আমেরিকায় চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্যারাগুয়ে। চিলির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে প্যারাগুয়ে।
খেলার ৩৩ মিনিটে গোল দেয় প্যারাগুয়ে। কর্নার থেকে হেডে গোলটি করেন ফরোয়ার্ড ব্রায়ান সামুদিও। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে প্যারাগুয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন আলমিরন।
৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের দ্বিতীয় অবস্থানে চলে এসেছে প্যারাগুয়ে। এক ম্যাচ হাতে রেখেই শেষ আট অর্থাৎ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আলমিরন ও গঞ্জালেসরা।
এদিকে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে চিলি। এ গ্রুপের প্রথম চার দল আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত।
সময় জার্নাল/আরইউ