ঝালকাঠি প্রতিনিধি:
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় পিরোজপুর জেলার উকিল পাড়ায় এপেক্স ভবনে ৩৯তম ডিষ্ট্রিক-৫ কনভেনশন অনুষ্ঠিত হয় এবং এপেক্স ক্লাব অব বরিশাল কমিটি অনুমোদিত হয়। ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মো. সাইফুল ইসলামকে সভাপতি এবং অধ্যাপক নজরুল ইসলাম ইসলামকে সম্পাদক নির্বাচিত করা হয়। এ কমিটিতে মোট ১১জন সদস্য করা হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মো. আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসেবে মো. আমিনুল হক মিলন (ন্যাশনাল প্রেসিডেন্ট, এপেক্স বাংলাদেশ), মো. মনিরুল ইসলাম ভূঁইয়া (ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্স বাংলাদেশ) এবং কনভেনার হিসেবে শেখ সাব্বির রহমান উপস্থিত ছিলেন।
বিভিন্ন জেলার প্রায় ৪০০ জন এপেক্সিয়ান অংশগ্রহণ করে দিনব্যাপী জেলার বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন। সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমআই