নিজস্ব প্রতিবেদক:
নির্মাণ ও আবাসন শিল্পে সততা, কাজের গুণগত মান ও গ্রাহক সেবায় প্রশংসা অর্জন করে ৪১ বছর অতিক্রম করলো আবাসন প্রতিষ্ঠান-দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড- এস ই এ এল।
এ উপলক্ষে ৭ ডিসেম্বর (শনিবার) রাজধানীর ধানমন্ডিতে শেলের অঙ্গ প্রতিষ্ঠান অরচার্ড কনভেনশন হলে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ' অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি তার বক্তব্যে আগামী বছরের পথচলা যেন সমৃদ্ধ হয় সেই কামনা করেন।
এস ই এ এল এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট এসোসিয়েশনের সভাপতি, প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউয়াল কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে গ্রাহক সেবার মান বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.এইচ.এম. জহিরুল হকসহ অন্যরা।
এতে শেলের কর্মকর্তা-কর্মচারী, ল্যান্ডওনার, গ্রাহক, সরবরাহকারী ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমআই