আরমান হোসেন, হাবিপ্রবিঃ
শনিবার (৭ ডিসেম্বর) দিনাজপুর কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় দিনব্যাপী বিশেষ কর্মশালা PolicyCampX, যেখানে অংশগ্রহণ করেন তরুণ প্রজন্মের ২৩ জন প্রতিনিধি। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল বর্তমান বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে যুবসমাজের সক্রিয় ভূমিকা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তাদের সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাবিপ্রবিতে অধ্যয়নরত অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও ইউথ ফর পলিসি,দিনাজপুর জেলা কমিটির কো-অর্ডিনেটর মোঃ রাইজুল ইসলাম এবং একই বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত আরেক শিক্ষার্থী সুমাইয়া বিনতে মাহবুব অতসী। এই উদ্যোগটি অংশগ্রহণকারীদের কাছে প্রশংসিত হয়েছে । এ ধরনের কর্মশালা যুবসমাজকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে এবং সমস্যা সমাধানে সক্রিয় হতে উৎসাহিত করে।
কর্মশালায় যুব নীতি, সামাজিক বৈষম্য, জনপ্রশাসনের সংস্কার, নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, এবং একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা হয়। আলোচকরা বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেন এবং সেগুলো মোকাবেলায় তরুণদের উদ্ভাবনী সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। যা পরবর্তীতে আইআইডি এর ইউথ ফর পলিসি কতৃক আগামী ২১ ও ২২ ডিসেম্বর আয়োজিত ইউথ সামিট নামক অনুষ্ঠানে পলিসি বিশেষজ্ঞদের নিকট পেশ করা হবে।
অনুষ্ঠানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন প্রফেসর ড. রোজিনা ইয়াসমিন লাকী উপস্থিত ছিলেন। তিনি তরুণদের কাছে দেশ গঠনের বিভিন্ন পর্যায়ে তাদের ভূমিকা এবং সাংবিধানিক অধিকার ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
দিনাজপুরের যুবসমাজ অত্যন্ত উৎসাহ নিয়ে কর্মশালায় অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে অনেকেই তাদের নিজস্ব অভিজ্ঞতা এবং চিন্তাভাবনা শেয়ার করেন। তরুণদের মতে, শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ রক্ষা, এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলোতে তারা সরাসরি অংশ নিতে চান।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে যুবসমাজ আলোচনায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সব শ্রেণির মানুষকে একসঙ্গে কাজ করা। যুবদের ইতিবাচক মনোভাব, নেতৃত্বের গুণাবলী এবং প্রযুক্তি ব্যবহার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
PolicyCampX-এর মাধ্যমে দিনাজপুরের যুবসমাজ একটি প্ল্যাটফর্ম পেল তাদের মতামত প্রকাশ এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশ নেওয়ার। এ ধরনের আয়োজন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত সকলেই।
এমআই